খিলগাঁওয়ে আগুনে একজনের মৃত্যু, বিপুল টাকা উদ্ধার

প্রকাশ | ০৯ মার্চ ২০২৩, ২৩:০৮ | আপডেট: ০৯ মার্চ ২০২৩, ২৩:২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর খিলগাঁওয়ে একটি ভবনে আগুন লেগে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল হাই জামালী বিপু। তিনি মানুষিক ভারসাম্যহীন ছিলেন।

বৃহস্পতিবার রাতে রামপুরার উলস রোডের পলাশবাগে এ আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রামপুরার পলাশবাগে পাঁচতলা ভবনের পঞ্চম তলার চিলেকোঠার একটি কক্ষে আগুন লাগে। রাত ৭টা ৫৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থল থেকে দগ্ধ একজনের মরদেহ উদ্ধার করা হয়। সিগারেটের আগুন থেকে কক্ষে আগুন লাগে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের।

এদিকে নিহতের ভাই আবু সাইদ সোহাগ জানিয়েছেন, নিহত আব্দুল হাই বিপুর আনুমানিক বয়স ৪৫ বছর। তার বাবার নাম আব্দুল হালিম সরদার। তার ভাই বিপু মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ সময় কক্ষটি থেকে ২০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৯মার্চ/এসএস/কেএম)