মিরপুরে জামায়াতের নেতাকর্মীদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান

প্রকাশ | ১১ মার্চ ২০২৩, ২৩:২৪ | আপডেট: ১১ মার্চ ২০২৩, ২৩:৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

 

 

রাজধানীর মিরপুরে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ধরতে অভিযান শুরু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় এ অভিযান শুরু হয় বলে জানিয়েছে পুলিশ। রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযানে কতোজনকে আটক করা হয়েছে সে বিষয়ে পুলিশের মিরপুর বিভাগের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

 

সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, মিরপুর ক্যাপিটাল টাওয়ার এলাকায়  অভিযান শুরু হয় রাত ১০টার দিকে। এর আগে ওই মার্কেটটির একটি চাইনিজ সেন্টারে জামাতের নেতাকর্মীদের বৈঠক হয়, এমন খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযানে পুলিশ ওই চাইনিজে বৈঠকে থাকা অনেককে আটক করেছে। সবমিলিয়ে আটকের সংখ্যা অর্ধশতাধিক।

 

দারুস সালাম থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মিরপুরে জামায়াতের নেতাকর্মীরা বৈঠক করবে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর রাত সাড়ে ৮টায় অভিযান শুরু করেছি। এখন পর্যন্ত অভিযান চলছে। এ বিষয়ে পরে জানানো হবে।

(ঢাকাটাইমস/১১মার্চ/এসএস/কেএম)