চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় স্বামীর যাবজ্জীবন, স্ত্রী খালাস

প্রকাশ | ১৩ মার্চ ২০২৩, ১৪:৫৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন পাচার মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় দশ হাজার টাকা জরিমানা করা হয় আসামিকে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মালবাগডাঙ্গার সাজ্জাদ আলীর ছেলে মো. বাদশা (৪০)।

অতিরিক্ত পিপি রবিউল ইসলাম জানান, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর এক কেজি ৫০ গ্রাম হেরোইনসহ বাদশাকে আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় বাদশার মা সাগরি বেগম ও স্ত্রী রোজিনা বেগমকেও আটক করা হয়। ওইদিনই রাতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রায়হান আহমেদ খান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশের উপ-পরিদর্শক আনিসুর রহমান ২০১৯ সালের ১৮ নভেম্বর সাগরী বেগমকে অব্যাহতি দিয়ে বাদশা ও তার স্ত্রী রোজিনার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মামলায় ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ বাদশাকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। তবে এ মামলার সঙ্গে বাদশার স্ত্রী রোজিনার কোন প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

(ঢাকাটাইমস/১৩মার্চ/এসএ)