সাইন্সল‍্যাব এলাকায় বিস্ফোরণে আরও ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২৩, ১৪:০৪| আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৪:৪৯
অ- অ+

রাজধানীর সাইন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় আরও একজন মারা গেছেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আয়েশা আক্তার(২৬)।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার সকাল ৯টার দিকে আয়শা আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরে ৩৮ শতাংশ দগ্ধ হয়েছিল।’

বার্ন ইনস্টিটিউটে এখনো চারজন চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ডা. আইয়ুব হোসেন। তিনি বলেন, ‘প্রত্যেকেরই শাসনালি পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।’

উল্লেখ্য, গত ৫ মার্চ রাজধানীর সায়েন্সল‍্যাবে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় নয় জন আহত এবং ৫ জন দগ্ধ হন। তাদের মধ্যে তিনজন মারা যান।

মৃত আয়েশা আক্তার জিগাতলা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ফিনিক্স কোম্পানির এডমিন ছিলেন।

(ঢাকাটাইমস/১৪মার্চ/জেবি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের শিক্ষাখাত: অতীত-বর্তমান ও ভবিষ্যত ভাবনায় বিএনপি
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা