টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তানভীরের অভিষেক
প্রকাশ | ১৪ মার্চ ২০২৩, ১৪:৪৮ | আপডেট: ১৪ মার্চ ২০২৩, ১৪:৫০

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জস বাটলার। এই ম্যাচে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামের।
বাংলাদেশের একাদশে এসেছে মোট দুটি পরিবর্তন। বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা তানভীর জায়গা করে নিয়েছেন।নাসুমের জায়গায় খেলবেন তিনি। এদিকে জায়গা হারিয়েছেন আফিফ হোসেনও। তার পরিবর্তে জায়গা পেয়েছেন শামীম পাটোয়ারি।
বাংলাদেশ একদাশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাশ, শামীম হোসেন পাটোয়ারী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ:
জস বাটলার ( অধিনায়ক), ফিল সল্ট, ডেবিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, জোফরা আর্চার, আদিল রশিদ, ক্রিস জর্ডান, ক্রিস ওকস ও রেহান আহমেদ।
(ঢাকাটাইমস/১৪মার্চ/এমএম)