সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় রেলের খুঁটি পড়ে ফল ব্যবসায়ী নিহত
প্রকাশ | ১৪ মার্চ ২০২৩, ১৬:২২
নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় রেলের খুঁটি পড়ে একজন ফল ব্যবসায়ী নিহত ও ৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ৮টায় শহরের ১ নং রেল ঘুমটি সংলগ্ন ফল আড়তে এই ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির নাম আব্দুল হালিম মিয়া (৫০)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার শালিকাদহ পশ্চিম বড়বালা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। আর আহতরা হলেন মিঠাপুকুরের আলামিন (৩০), সৈয়দপুর শহরের হাতিখানা এলাকার ইকবাল (৩৫) ও পুরাতুন বাবুপাড়ার আলমগীর (৩২)।
জানা যায়, যশোর থেকে যশোর ট- ১১-৩৬৬০ নম্বরের ট্রাক আঙ্গুর নিয়ে সৈয়দপুরের ফল ব্যবসায়ী বিক্রমপুর ফল ভান্ডার আসে। এসময় ট্রাকটি আড়তের পাশে থাকা একটি রেল লাইনের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এতে খুটি ভেঙে ফল আড়তের লোকজনের উপরে পড়ে।
এতে আড়তে কুল বিক্রি করতে আসা নিহত কুল ব্যবসায়ীসহ ৪ জন গুরুত্বর আহত হয়। উদ্ধার করে ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে আব্দুল হালিম মিয়া (৫০) মারা যায়। আহত ৩ জন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।
সৈয়দপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) সাইফুল ইসলাম বলেন, সুরতহাল রিপোর্ট করা হয়েছে। নিহতের পরিচয় অনুযায়ী যোগাযোগ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
(ঢাকাটাইমস/১৪মার্চ/এআর)