হোয়াইটওয়াশ এড়াতে ইংল্যান্ডের দরকার ১৫৯ রান

প্রকাশ | ১৪ মার্চ ২০২৩, ১৬:৩৯

হোয়াইটওয়াশ এড়াতে ইংল্যান্ডের দরকার ১৫৯ রান ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে লিটন দাসের ক্যারিয়ার সেরা ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৫৮ রান তুললো বাংলাদেশ। ফলে হোয়াইটওয়াশ এড়াতে হলে ইংল্যান্ডকে করতে হবে ১৫৯ রান।

ম্যাচের শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান ইংলিশ দলনেতা জস বাটলার। ব্যাট করতে নেমে দুই ওপেনারের কল্যাণে ভালো সূচনা পায় বাংলাদেশ। ওপেনিং জুটিতে আসে ৫৫ রান। আদিল রশিদের করা বলে ব্যক্তিগত ২৪ রানে আউট হন রনি।

এরপর দ্বিতীয় উইকেটে খেলতে নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে ইংলিশ বোলারদের শাসন করতে থাকেন ওপেনার লিটন দাস। এ সময় দুজন মিলে মাত্র ৫৭ বলে গড়েন ৮৪ রানের জুটি। তাতেই লড়াকু সংগ্রহের ভিত পেয়ে যায় টাইগাররা। ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন লিটন। ক্রিস জর্ডানের করা বলে ফেরেন ৭৩ রানে। ৫৭ বলে খেলা ইনিংসটি ১০টি চার ও একটি ছয়ে সাজানো।

এরপর দলনেতা সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে ইনিংসের শেষ পর্যন্ত খেলে যান নাজমুল হোসেন শান্ত। ৩ রানের জন্য ফিফটির দেখা পাননি তিনি। ৩৬ বলে অপরাজিত থাকেন ৪৭ রানে। আর ৬ বলে ৪ রান করে অপরাজিত থাকেন সাকিব আল হাসান।

(ঢাকাটাইমস/১৪মার্চ/এমএম)