সকাল থেকে মেঘাচ্ছন্ন রাজধানীর আকাশ, ছিটেফোঁটা বৃষ্টি

প্রকাশ | ১৫ মার্চ ২০২৩, ১১:৫৬ | আপডেট: ১৫ মার্চ ২০২৩, ১২:৩৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ফটো

বুধবার সকাল থেকেই মেঘে ঢাকা রাজধানী ঢাকার আকাশ। একইসঙ্গে থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। 

এদিকে বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।  

বুধবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে নেত্রকোণায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

(ঢাকাটাইমস/১৫মার্চ/এলএম/এফএ)