আজও উত্তপ্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, মুখোমুখি নীল-সাদা প্যানেল
প্রকাশ | ১৬ মার্চ ২০২৩, ১৩:০৩ | আপডেট: ১৬ মার্চ ২০২৩, ১৪:০৪
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবারও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দুই দলের মুখোমুখি অবস্থানে স্লোগান ও পাল্টা স্লোগান চলছে আদালত প্রাঙ্গণে। সেই সঙ্গে নির্বিঘ্নে ভোট শেষ করতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী সমিতি ভবনের সামনে এ পরিস্থিতি দেখা গেছে।
সরজমিনে দেখা গেছে, দুই পক্ষের শতশত ভোটাররের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে রয়েছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। সামনাসামনি অবস্থানে থেকে বিএনপিপন্থি আইনজীবীরা ‘ভোটচোর’ এবং আওয়ামী লীগপন্থিরা ‘জয় বাংলা’ বলে স্লোগান দিচ্ছেন। এ অবস্থায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।