হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল

চলতি বছর হজযাত্রী নিবন্ধনের শেষ দিনে কোটা পূরণ না হওয়ায় আবারও মেয়াদ বাড়ানো হয়েছে। নিবন্ধনের সময় আরও পাঁচ দিন বাড়িয়ে ২১ মার্চ পর্যন্ত করা হয়েছে। এতে নিবন্ধনের সময় চতুর্থবারের মতো বাড়ালো সরকার।
বৃহস্পতিবার রাতে ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ২১ মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আশা করা যাচ্ছে এই সময়ের মধ্যই কোটা পূরণ হবে।
এদিকে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজের সম্ভাব্য সময় আগামী ২৭ জুন (৯ জিলহজ)। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন।
তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মোট ১ লাখ ১০ হাজার ৪৫৫ জন নিবন্ধন করছেন। তাই কোটা পূরণ হতে আরও বাকি রয়েছে ১৬ হাজার ৭৪৩ জন।
প্রসঙ্গত, ২০২৩ সালে হজের জন্য সরকারিভাবে একক প্যাকেজ ধরা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। এছাড়া, বেসরকারি খরচ ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। হজে যেতে এবারই ইতিহাসের সর্বোচ্চ খরচ হচ্ছে। এমনকি গত বছরের সর্বনিম্ন খরচের তুলনায় এটি প্রায় দুই লাখ টাকা বেশি।
(ঢাকাটাইমস/১৬মার্চ/এসএম)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

দাম বাড়িয়ে তামাকের ব্যবহার কমাতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

শিশুটিকে ইকবাল রোড থেকে মুখ চেপে সিএনজিতে তুলে নেয় ধর্ষকরা

যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থা নিয়েও প্রশ্ন আছে, তাদের সেদিকে তাকানো প্রয়োজন: তথ্যমন্ত্রী

ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট শতভাগ অনলাইনে, বিক্রি শুরু ৭ এপ্রিল

চতুর্থ পর্যায়ে ৪০ হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

জাতির পিতার বাংলাদেশে কেউ ঠিকানাহীন থাকবে না: প্রধানমন্ত্রী

আজ বিশ্ব পানি দিবস

রমজান কবে শুরু জানা যাবে আজ

ঘর পাচ্ছে আরও ৪০ হাজার পরিবার
