কাবাডি টুর্নামেন্টের ১২ দেশ নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটলেন অতিরিক্ত আইজিপি হাবিব

প্রকাশ | ১৭ মার্চ ২০২৩, ১৯:৫২ | আপডেট: ১৭ মার্চ ২০২৩, ১৯:৫৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও ‘জাতীয় শিশু দিবস’ উদযাপন করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। এই আয়োজনে অংশ নিয়েছেন ‘বঙ্গবন্ধু কাপ ২০২৩, আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট’ এ অংশ নেওয়া ১২ দেশের ক্যাপ্টেন, কোচ ও টিম ম্যানেজার। তাদের নিয়ে জন্মদিনের কেক কাটেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।

শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে রাজধানীর গুলিস্তানে শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে এই আয়োজন হয়। সেখানে চলমান ‘বঙ্গবন্ধু কাপ ২০২৩, আন্তর্জাতিক কাবাডি টুর্ণামেন্ট’-এর বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ শেষে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়।

কেকের ওপর বঙ্গবন্ধুর ছবি দিয়ে লেখা ছিল, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী। ‘শুভ জন্মদিন। বাংলাদেশ কাবাডি ফেডারেশন।”

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও জাতির পিতার জন্মদিনকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে উদযাপিত  হচ্ছে। শুক্রবার বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে নানা কর্মসূচি।

 (ঢাকাটাইমস/১৭মার্চ/এলএম/কেএম)