উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

মুখোমুখি রিয়াল-চেলসি, সিটির প্রতিপক্ষ বায়ার্ন

প্রকাশ | ১৭ মার্চ ২০২৩, ১৯:৫৫

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের কোয়ার্টার ফাইনালপর্বে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ চেলসি। আর ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি মোকাবিলা করবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের।

সুইজারল্যান্ডের আজ (শুক্রবার) বাংলাদেশ সময় বিকেল ৫টায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেরা আটের ড্র অনুষ্ঠিত হয়।

গেল মৌসুমের কোয়ার্টার ফাইনালেও পরস্পরের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও চেলসি। সেবার স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে জিততে পারেনি ইংলিশ ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা। এবারও প্রতিপক্ষ একই। তবে টুর্নামেন্টে টিকে থাকবে সেটাই দেখার বিষয়।

এদিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। প্রিমিয়ার লিগে বিগত কয়েক মৌসুমে দুর্দান্ত পারফর্ম করলে চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জয়ের কোনো নজির গড়তে পারেনি পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। তাই প্রথমবার শিরোপা জিততে বায়ার্ন বাধা পেরোতে হবে তাদের।

এবারের আসরে এখন পর্যন্ত টিকে রয়েছে তিনটি ক্লাব। কোয়ার্টার ফাইনালে পরস্পরের মুখোমুখি হচ্ছে নাপোলি ও এসি মিলান। অন্যদিকে বেনফিকাকে পেয়েছে ইন্টার মিলান।

উল্লেখ্য, এবার কোয়ার্টার ফাইনালপর্বের প্রথম লেগ শুরু হবে আগামী ১১ এপ্রিল। শেষ হবে একই মাসের ১৯ তারিখে।

(ঢাকাটাইমস/১৭মার্চ/এমএম)