প্রথম ওয়ানডেতে শনিবার নামছে বাংলাদেশ-আয়ারল্যান্ড

প্রকাশ | ১৭ মার্চ ২০২৩, ২০:৩১

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর এবার আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে নামছে বাংলাদেশ দল। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হচ্ছে আগামীকাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। টি-স্পোর্টসে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।
টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের স্বাদ দেওয়ার পর বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ ক্রিকেট দল। আইরিশদের বিপক্ষে এই পূর্ণাঙ্গ সিরিজে টাইগাররাই থাকছে হট ফেভারিট।
এই সিরিজ নিয়ে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘ইংল্যান্ডের মতো আয়ারল্যান্ডকেও সম্মান করি আমরা। কিন্তু আমরা কোন দলকে ভয় করি না। ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে দলকে প্রস্তুত করেছিলাম আয়ারল্যান্ডের সঙ্গেও তার চেয়ে কম করা হচ্ছে না। নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে কোন দলকে হারানোই আমাদের জন্য কঠিন না। এটা আমাদের মূল বিষয়।’
সবশেষ ২০০৮ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিলো আয়ারল্যান্ড। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত মোট ১০বার পরস্পরের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এরমধ্যে মোট সাতটি জিতেছে বাংলাদেশ। আইরিশরা জিততে পেরেছে মাত্র দুটি ম্যাচে। অন্য ম্যাচটি পরিত্যক্ত হয়।
বাংলাদেশ দল : 
তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও রনি তালুকদার।
আয়ারল্যান্ড দল : 
অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, গ্যারেথ ডেলানি, পল স্টার্লিং, কার্টিস ক্যাম্ফার, ম্যাথিউ হামফ্রেস, লরকান টাকার, স্টেফেন ডোহেনি, মার্ক অ্যাদায়ার, জর্জ ডকরেল, গ্রাহাম হুম, বেঞ্জামিন হোয়াইট, অ্যান্ডি ম্যাকব্রিন, জশুয়া লিটল।

(ঢাকাটাইমস/১৭মার্চ/এমএম)