সবার ওপরে তৌহিদ হৃদয়
প্রকাশ | ১৮ মার্চ ২০২৩, ১৭:১১ | আপডেট: ১৮ মার্চ ২০২৩, ১৭:৩৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবশেস আসরে দুর্দান্ত পারফরম্যান্স করা তৌহিদ হৃদয় টি-টোয়েন্টির পর ডাক পেলেন বাংলাদেশ ওয়ানডে দলেও। আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেকও হয়ে গেছে তার। আর অভিষিক্ত ম্যাচেই গড়লেন রেকর্ড। ছাড়িয়ে গেলেন সবাই।
অভিষেকে অর্ধশতক পূর্ণ করেছেন হৃদয়সহ কেবল তিনজন। সবার আগে অভিষেক পঞ্চাশের দেখা পান ফরহাদ রেজা। এরপর সেই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন নাসির হোসেন। আর এবার একই কাতারে ঢুকে পড়লেন তিনি।
তবে আগের দুজনকেই ছাড়িয়ে গেছেন তৌহিদ হৃদয়। ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচে সর্বোচ্চ রানের মালিক এখন তিনি। এতদিন এই রেকর্ড নিজের অধীনে রেখেছিলেন নাসির হোসেন। ২০১১ সালে নিজের অভিষেক ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৫৬ রান করেছিলেন। আর ফরহাদ রেজার ব্যাট থেকে এসেছিলো ৫০ রান।
এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে ফিফটি পূরণের পর এখনও খেলেই চলেছেন হৃদয়। অপরাজিত রয়েছেন ৭১ রানে। সুযোগ রয়েছে প্রথম ব্যাটার হিসেবে অভিষেকে সেঞ্চুরি পূরণ করার।
(ঢাকাটাইমস/১৮মার্চ/এমএম)