স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার শপথ নিন : আরিফুর রহমান দোলন

প্রকাশ | ১৮ মার্চ ২০২৩, ২০:৪২ | আপডেট: ১৮ মার্চ ২০২৩, ২০:৫৫

​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার শপথ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা টাইমস ও এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলন। তিনি বলেন, ‘যে স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিশ্রম করে যাচ্ছেন, আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে শেখ হাসিনার নেতৃত্বে গড়ে উঠবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব যারা দেবেন তাদের অবশ্যই স্মার্ট হতে হবে।’

 

শনিবার বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আরিফুর রহমান দোলন এসব বলেন। তিনি কলেজটির গভর্নিং বডির সভাপতি এবং কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

 

শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানানোর আহ্বান জানিয়ে অনুষ্ঠানে দর্শক-শ্রোতাদের উদ্দেশ করে ‌ ঢাকা টাইমস সম্পাদক বলেন, ‘বিএনপি-জামায়াত কুচক্রী মহল দেশকে অনেক পিছিয়ে দিয়ে গেছে। তাই উন্নতি ও অগ্রগতির জন্য শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবেন, এই হোক আজকের দিনের শপথ।’

শেখ হাসিনা জঙ্গিবাদমুক্ত বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন উল্লেখ করে আরিফুর রহমান দোলন বলেন, ‘ধর্মান্ধ মৌলবাদকে কীভাবে মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে মোকাবেলা করে মুক্তবুদ্ধি দিয়ে দেশ এগিয়ে নিতে হয়,তা শেখ হাসিনা দেখিয়েছেন। তাই শেখ হাসিনা যাতে আবার প্রধানমন্ত্রী হতে পারেন, সেজন্য একযোগে কাজ করতে হবে।’

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি এ কে এম শহীদুল হক। তাকে উদ্দেশ করে আরিফুর রহমান দোলন বলেন, ‘শিক্ষানুরোগী শহীদুল হককে এই দেশ, এই জাতি চিরদিন স্মরণ রাখবে। তিনি নিজ গ্রামে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ যে ধরনের উন্নত মানসম্পন্নভাবে প্রতিষ্ঠা করেছেন, তা অভূতপূর্ব। সেখানে বঙ্গবন্ধু কর্নার রয়েছে, বঙ্গবন্ধুর আদর্শ রয়েছে, যা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটি মডেল। আমি প্রতিষ্ঠানটি দেখে এসেছি, সেখানে শিক্ষার্থীদের জন্য বিতর্ক ও সাহিত্য, সংস্কৃতিসহ ১৪ টি ক্লাব রয়েছে। এসব ক্লাব পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করছে। স্মার্ট বাংলাদেশ গড়তে যে স্মার্ট শিক্ষার প্রয়োজন, তা শহীদুল হক তার প্রতিষ্ঠানে নিশ্চিত করছেন।’

 

কাঞ্চন মুন্সী আলফাডাঙ্গার আলোর বাতিঘর মন্তব্য করে ঢাকা টাইমস সম্পাদক বলেন, ‘আলোকিত আলফাডাঙ্গার কারিগর মরহুম কাঞ্চন মুন্সী। তার কারণেই এই অঞ্চল শিক্ষায় স্বাস্থ্যে চিকিৎসায় এতটা উন্নত।’