বায়োমেট্রিকে বিশ্বজয়: এফভিসি মূল্যায়নে প্রথম স্থান অধিকার টাইগার আইটির

প্রকাশ | ১৮ মার্চ ২০২৩, ২৩:৫০

ঢাকাটাইমস ডেস্ক

ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন অ্যালগরিদমের জন্য অত্যাধুনিক ‘এফভিসি-চলমান’ মূল্যায়ন পদ্ধতিতে অবিসংবাদিত পথপ্রদর্শক হিসেবে স্বীকৃতি লাভ করেছে দেশীয় প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান টাইগার আইটি বাংলাদেশ লিমিটেড।

ইতালির নামকরা ইউনিভার্সিটি অফ বোলোগনার বায়োমেট্রিক সিস্টেম ল্যাবরেটরি টিমের দ্বারা মর্যাদাপূর্ণ এ মূল্যায়ন করা হয়েছে, যার মাধ্যমে বায়োমেট্রিক টেকনোলজির ক্ষেত্রে অগ্রগামী শক্তি হিসেবে টাইগার আইটির অবস্থানকে সুদৃঢ় করছে।

 

ফিঙ্গারপ্রিন্ট যাচাইকরণের জন্য সব মূল্যায়নে, টাইগার-এফিস, পেটেন্ট ফিঙ্গারপ্রিন্ট এক্সট্রাকশন এবং সদৃশ খোঁজার প্রযুক্তি  সামগ্রিকভাবে সর্বাধিক নির্ভুল হিসেবে বিবেচিত হয়েছে। মার্চ ২০২৩ পর্যন্ত ‘এফভিসি-চলমান’ পদ্ধতিতে আট হাজার ১৮৭ টি অ্যালগরিদম মূল্যায়ন করেছে। এর মধ্যে টাইগার-এএফআইএস প্রথম  স্থানে রয়েছে।

 

টাইগার আইটির স্বয়ংক্রিয় ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম- টাইগারএএফআইএস স্ল্যাপসেগ ৩ (TigerAFIS Slapseg III)-এর নির্ভুলতায় অন্যদের থেকেই সেরা, এবং তাদের ফিঙ্গারপ্রিন্ট অ্যালগরিদম নিয়মিতভাবে বিশ্বের এ তালিকায় শীর্ষে রয়েছে।

টাইগারএএফআইএসকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি) প্রযুক্তির বিশ্বে শীর্ষস্থানীয় কার্যকরী প্রযুক্তি  হিসেবেও বেঞ্চমার্ক করা হয়েছে। টাইগারআইটির ফিঙ্গারপ্রিন্ট এক্সট্রাকশন এবং ম্যাচিং খোঁজার প্রযুক্তির অ্যালগরিদম NIST-এর চলমান Minutiae Interoperability Exchange (MINEX) পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছে।

 

২০১৮ সালে, কোম্পানিটি NIST দ্বারা প্রকাশিত আইরিস এক্সচেঞ্জ (IREX) IX পার্ট ওয়ান, আইরিস স্বীকৃতি মূল্যায়নের পারফরম্যান্সে দ্বিতীয় স্থানে ছিল। টাইগার আইটি বিশ্বের অল্প কয়েকটি কোম্পানির মধ্যে অন্যতম একটি কোম্পানি, যাদের ABIS সিস্টেমের ফেসিয়াল এবং আইরিশ সনাক্তকরণের অ্যালগরিদমকে এনআইএসটি তার বেঞ্চমার্ক দ্বারা স্বীকৃতি প্রদান করেছে।

 

টাইগার আইটি বাংলাদেশ লিমিটেডের  রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান বিজ্ঞানী নাসির ইউ আহমেদ বলেন, ‘আমরা আমাদের বিশ্বখ্যাত বায়োমেট্রিক সল্যুশনের সঙ্গে অসংখ্য শিল্পকে নতুন আকার দিয়েছি এবং আমাদের নিরলস গবেষণা ও উন্নয়নের মাধ্যমে আমরা আত্মবিশ্বাসী যে আমরা উভয় ক্ষেত্রেই বিপ্লব ঘটাতে পারব।

 

AFIS/ABIS সিস্টেম কি?

এই যুকান্তকারী বায়োমেট্রিক সিস্টেম সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে দ্রুততার সঙ্গে এবং নির্ভুলভাবে মানুষের অনন্য বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করতে সক্ষম। এএফআইএস সিস্টেমটি আঙ্গুলের ছাপ শনাক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে। অন্যদিকে এবিআইএস সিস্টেমটি বিভিন্ন বায়োমেট্রিক বৈশিষ্ট্য সনাক্ত করতে সক্ষমতা রাখে যেমন, ফেশিয়াল রেকগনিশন, আইরিশ স্ক্যানিং এবং ভয়েস আইডেন্টিফিকেশন। টাইগার আইটির এএফআইএস সিস্টেম বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের খ্যাতনামা কোম্পানিতে চলমান রয়েছে। -বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/১৮মার্চ/কেএম)