র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ঘাবড়ানোর কিছু নেই: প্রধানমন্ত্রী

র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞায় ঘাবড়ানোর কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ‘যারা একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বদনাম ছড়িয়ে গোটা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের চিহ্নিত করতে হবে।’
রবিবার পুলিশের এলিট ফোর্স র্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে বাহিনীর সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশ র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। এজন্য অনেকেই প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন। কিন্তু এখানে ঘাবড়ানোর কিছু নেই। কারণ এটা আমাদের দেশ।’
‘আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। আমাদের দেশে কারা কী কাজ করে না করে, সেটা আমরা জানি; বিচারটা আমরাই করব। সেই আত্মবিশ্বাস রেখে কাজ করতে হবে।’
দেশবিরোধী কিছু শক্তি বিদেশে বাংলাদেশের বদনাম রটাচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের কোনো ভালো কাজই তাদের চোখে পড়ে না। দেশবিরোধী কিছু শক্তির অভ্যাসটাই হলো বিদেশে গিয়ে বাংলাদেশের বদনাম করা।’
‘বদনাম করে হয়ত তারা কিছু আর্থিক বা অন্য কোনো সুবিধা পায়। আমাদের যারা বিভিন্ন দক্ষতা ও সফলতার সঙ্গে কাজ করেন, তাদের বিরুদ্ধেই আগে বদনাম করা হয়। তবে আমি বলব, এক্ষেত্রে কারও মনে কষ্ট নেয়া উচিত না।’
বিদেশে দেশকে প্রশ্নবিদ্ধকারী অপপ্রচারকারীদের চিহ্নিত করতে হবে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘তারা কেন, কোন উদ্দেশ্যে এসব করছে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে।’
‘আমি যেহেতু সরকারে আছি, আমি বলতে পারি, কে ভালো করল, কে মন্দ করল, সেটার বিচার তো আমরাই করতে পারি। আমরা আমাদের ভালো-মন্দ অপরাধের বিচার করি; অনেক উন্নত দেশই যেটা করে না। এখানে অপরাধের বিচার হয়। সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা চলব।’
রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে সকাল ১০টায় এলিট ফোর্সটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। র্যাবের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান—‘নিরাপত্তা রক্ষায় গণমানুষের আস্থায়’।
(ঢাকাটাইমস/১৯মার্চ/ডিএম)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ব্যাপকভাবে প্রশংসিত: শি জিনপিং

নানা আয়োজনে বিএসএমএমইউয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

বিজিবিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

এবিজি বসুন্ধরার পৃষ্ঠপোষকতায় বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের সম্মাননা

চার দিন ধরে সাড়া নেই আরাভ খানের, কূটনৈতিক চ্যানেলে চেষ্টা পুলিশের

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কেক কাটলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

ঈদে অনলাইনে ট্রেনের টিকিট: যাত্রীদের যে নির্দেশনা ও শর্ত দিল রেলওয়ে
