কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাত করে ছিনতাই, আটক ৫

কক্সবাজার বেড়াতে আসা দুই পর্যটককে মারধর ও ছুরিকাঘাত করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৫ ছিনতাইকারীকে আটক করেছে ডিবি পুলিশ।
রবিবার রাতে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শহরের সাংস্কৃতিক কেন্দ্রের পাশ থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত টিপ ছুরি, মোটরসাইকেল এবং লুট করা মোবাইল সেট উদ্ধার করা হয়।
আটকরা হলেন- কক্সবাজার সদরের চৌফলদন্ডী আশরাফ উদ্দিন আরিফ, টেকপাড়া এলাকার ইরফান ফারদিন প্রকাশ ইরফান মাহমুদ, মধ্যম বাহারছড়া এলাকার তাসনিমুল হাসান নাবিল, সাঈদ, আবরার উদ্দিন।
জানা গেছে, ঢাকা ধামরাই সূয়াপুর এলাকার ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে গেল ১৬ মার্চ প্রায় ৯০ জনের একটি দল কক্সবাজারে বেড়াতে আসেন। এরমধ্যে শুভ দে ও আতিক হাসান গত ১৮ মার্চ রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের রাস্তা দিয়ে ঘুরতে যান। ওই সময় দুটি মোটরসাইকেলযোগে ৫ জন ছিনতাইকারী তাদের পথ গতিরোধ করে।
এক পর্যায়ে ছিনতাইকারীরা তাদের মারধর ও ছুরিকাঘাত করে দুটি মোবাইল ও কিছু টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে বিষয়টি কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে অবগত করলে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় আহত হয়ে পর্যটক আতিক হাসান কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আহমেদ নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৫ ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৯মার্চ/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

ফরিদপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

শ্রীপুরে গাড়িচাপায় পথচারী নিহত

ভোটের অধিকার কেড়ে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বলে জায়েজ করা হচ্ছে: সাকি

‘সবুজের বুকে লাল পতাকার মর্যাদা অক্ষুন্ন রাখতে শেখ হাসিনার বিকল্প নেই’

বগুড়ায় সড়ক নির্মাণের এক সপ্তাহ পেরোতেই ধস

মৌলভীবাজারে মৃত ১৩ শকুন উদ্ধারের ঘটনায় মামলা

বঙ্গবন্ধু আধুনিক সোনার বাংলা গড়ার ভিত্তি রচনা করে গিয়েছিলেন: পলক

চুয়াডাঙ্গায় খড়িবোঝাই পাওয়ার টিলারের ধাক্কায় শিশুর মৃত্যু

শ্রেণিকক্ষে আটকে বাবা-ছেলেকে নির্মম নির্যাতনের ভিডিও ভাইরাল
