সমাবর্তনে টেস্ট অভিষেকের অনুভূতি পেলেন সাকিব
প্রকাশ | ১৯ মার্চ ২০২৩, ১৮:০৯

বয়স ৩৫ পেরিয়েছে। হয়তো আর দুয়েক বছর পর বাংলাদেশের জার্সিটা তুলে রাখবেন টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। আর এই বয়সে এসে নিজের সমাবর্তন শেষ করলেন তিনি। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) থেকে বিবিএ (স্নাতক) সম্পন্ন করেছেন সাকিব।
সমাবর্তনে দেশসেরা অলরাউন্ডার সাকিব বলেন, ‘প্রশ্ন-উত্তরে আমার কোনো সমস্যা হয় না। কিন্তু ভালো বক্তব্য দিতে পারি না। মনে হচ্ছে টেস্ট ম্যাচের অভিষেক হচ্ছে।’
স্নাতক শেষ করতে পারার অনুভূতি জানিয়ে সাকিব বলেন, ‘আজকে আমি অনেক খুশি। অবশেষে আমার স্বপ্ন একটা পূরণ হলো। খেলার মাঠে আমার অনেক অর্জন আছে ঠিকই, কিন্তু এটা আমার বড় স্বপ্ন ছিল।’
(ঢাকাটাইমস/১৮মার্চ/এমএম)