ইবি রেজিস্ট্রারের গোপন লেনদেনের অডিও ফাঁসে তদন্ত কমিটি

প্রকাশ | ১৯ মার্চ ২০২৩, ১৯:১৮ | আপডেট: ১৯ মার্চ ২০২৩, ২১:০৪

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসানের কন্ঠ সদৃশ গোপন লেনদেনের অডিও ফাঁসের ঘটনায় বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক শেখ ড. আবদুস সালাম। 

রবিবার উপ-রেজিস্ট্রার মো. মনিরুজ্জামান মোল্লা (পিএস টু ভাইস চ্যান্সেলর) স্বাক্ষরিত এক সূত্র ধরে এ তথ্য জানা যায়।

ওই তদন্ত কমিটিতে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. সাইফুল ইসলামকে আহবায়ক করে চার সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড.  মিয়া মো. রাশেদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আইসিটি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার এবং উপ-রেজিস্ট্রার শিক্ষা আলীবদ্দীন খান।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ সাথী খাতুন নামে একটি ফেসবুক আইডি থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসানের কণ্ঠ সদৃশ অডিও ফাঁস হয়। এ অডিওতে মঈন নামে এক ঠিকাদারের সাথে রেজিস্ট্রারের গোপন লেনদেনের তথ্য পাওয়া যায়।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এলএ)