সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে সোমবার নামছে টাইগাররা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৯ মার্চ ২০২৩, ২০:৫৭

প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতে আগে-ভাগেই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। সেই লক্ষ্যে আগামীকাল(সোমবার) নামছে তামিম ইকবাল বাহিনী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। টি-স্পোর্টসে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।

সিলেটে প্রথম ওয়ানডেতে দুটি রেকর্ড গড়েছে টিম বাংলাদেশ। ওয়ানডেতে সর্বোচ্চ রান তুলতে সক্ষম হয়েছে টাইগাররা। সাকিব-হৃদয়ের ব্যাটে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে তুলে ৩৩৮ রান। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল ৩৩৩ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৫৫ রানে জুটিয়ে যায় আইরিশরা। ১৮৩ রানের জয়ের মাধ্যমে হয়েছে আরও একটি রেকর্ড। এর চেয়ে বেশি রানে আগে জেতেনি বাংলাদেশ।

বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডেতে এখন পর্যন্ত মোট ১১টি ম্যাচে পরস্পরের বিপক্ষে মাটে নামে। জয়ের পাল্লাটা বাংলাদেশেরই ভারী। মোট আটটি ম্যাচ জিতেছে টাইগাররা। অন্যদিকে আইরিশরা জিতেছে মাত্র দুটি ম্যাচে। অন্যটি হয়ে পরিত্যক্ত।

সাম্প্রতিক ফর্ম এবং শক্তি বিবেচনা করলে আয়ারল্যান্ড পিছিয়ে থাকবে যোজন যোজন দূরে। তবে আগামী ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে পর্যাপ্ত বিকল্প তৈরি করতে এই সিরিজে খেলোয়াড়দের ঘুড়িয়ে-ফিরিয়ে খেলানোই মূল লক্ষ্য বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে অভিষেক ম্যাচে ৯২ রানের ইনিংস খেলে দলের আস্থার প্রতিদান দিয়েছেন তাওহিদ হৃদয়। অভিষেক ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসের মালিক বনে যান হৃদয়।

প্রথম ম্যাচ জেতায় জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজ নিশ্চিত করতে আত্মপ্রত্যয়ী টাইগাররা। অন্যদিকে প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে লজ্জাজনক হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্য আয়ারল্যান্ডের। দ্বিতীয় ওয়ানডেটি আইরিশদের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচে রূপ নিয়েছে।

বাংলাদেশশের সম্ভাব্য একাদশ :

তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, তাওহীদ হৃদয়, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুর ও মোস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ :

অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, স্টেফেন ডোহেনি, হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, কুর্তিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, অ্যান্ডি ম্যাকব্রিন, মার্ক অ্যাদায়ের, বেঞ্জামিন হোয়াইট ও গ্রাহাম হুম।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :