এবার পিরোজপুরে বাস খাদে, ছেলের সমাবর্তন শেষে ফেরার পথে আইনজীবী বাবার মৃত্যু

প্রকাশ | ২০ মার্চ ২০২৩, ১২:০৭ | আপডেট: ২০ মার্চ ২০২৩, ১২:৩৬

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

পিরোজপুরের মঠবাড়িয়া-চরখালী আঞ্চলিক মহাসড়কে যাত্রবাহী বাস উল্টে খাদে পড়ে অবিনাশ মিত্র (৬৫) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। আহত হয়েছেন  আরও ২২জন।  

রবিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মঠবাড়িয়া পৌরশহর হতে এক কিলোমিটার দুরে মঠবাড়িয়া-চরখালী আঞ্চলিক মহাড়কের উত্তর মিঠাখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

ইমা পরিবহন (ঢাকা-মেট্রো-১২-১৩২৯) নামে বাসটি রবিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে ৪৫জন যাত্রী নিয়ে মঠবাড়িয়া-পাথরঘাটার উদ্দেশে ছেড়ে আসে। 

নিহত আইনজীবী অবিনাশ মিত্র উপজেলার আঙ্গুলকাটা গ্রামের ভূপেন্দ্র মিত্র এর ছেলে। তিনি মঠবাড়িয়া আইনজীবী সমিতির  সাবেক সভাপতি ও  পিরোজপুর জেলা কমিউিনিস্ট পার্টির নেতা। তিনি ঢাকায় ছেলের বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে রবিবার  দিনগত রাতে বাসে করে গ্রামের বাড়ি ফিরছিলেন।

জানা গেছে, রবিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার সায়েদাবাদ ৪৫ যাত্রী নিয়ে ইমা পরিবহনের বাসটি ছেড়ে পাথরঘাটা ভায়া মঠবাড়িয়ার উদ্দেশে আসছিল। রাতে পৌনে ৩টার দিকে মঠবাড়িয়া শহরের উত্তর মিঠাখালী নাম স্থানে পৌঁছলে হঠাৎ করে গাড়িটি সড়কের বামপাশে ছিটকে খাদে পড়ে যায়।  এসময় ২২ যাত্রী গুরুতর আহত হন। 

গ্রামবাসী আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুয়েত প্রবাসি হাসপাতালে ভার্তি করেন। এর মধ্যে গুরুতর আহত আইনজীবী অবিনাশ মিত্র মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। 

অপরদিকে গুরুতর আহত যাত্রী মঠবাড়িয়ার আরিফ হোসেন (৪০), হেলেনা বেগম (৫০), সাব্বির হোসেন (১৪), শামিম মিয়া (২৪) ও পাথরঘাটা উপজেলার নূর আলম (৪৫) ও মিজানুর রহমানকে (৪০) আশংকাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর বাসচালক ও হেল্পার পালিয়ে গেলেও পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি আটক করেছে বলে জানিয়েছেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার।

এর আগে গতকাল রবিবার মাদারীপুরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। এ ঘটনায় বাসমালিকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

(ঢাকাটাইমস/২০মার্চ/এআর)