রাজধানীতে ছিনতাইয়ের প্রস্তুতির সময় আটক ৩
প্রকাশ | ২০ মার্চ ২০২৩, ১৩:৫০

রাজধানীর মিরপুর এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময়ে তিন জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, মো. বিপ্লব, মো. আলী হোসেন এবং মো. জুয়েল। এ সময় তাদের কাছ থেকে তিনটি ছোরা উদ্ধার করা হয়।
রবিবার দিবাগত রাতে মিরপুর মডেল থানার সনি সিনেমা হলের সামনে থেকে তাদের আটক করা হয়।
সোমবার দুপুর মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহাসীন এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, আটক তিনজন চিহ্নিত ছিনতাইকারী। তারা রাতে নির্জন জায়গায় অবস্থান করেন। এরপর একাকী পথচারী দেখলে অস্ত্রের মুখে সব ছিনিয়ে নেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে সনি সিনেমা হলের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক বিপ্লবের বিরুদ্ধে তিনটি এবং আলী হোসেনের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।
ঢাকাটাইমস/২০ মার্চ/এএ/ইএস