এক্সপ্রেসওয়েতে ১৯ প্রাণহানি, ঘটনাস্থল পরিদর্শন তদন্ত কমিটির

প্রকাশ | ২০ মার্চ ২০২৩, ১৫:১২ | আপডেট: ২০ মার্চ ২০২৩, ১৫:১৮

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুরে ইমাদ পরিবহন দুর্ঘটনায় ১৯ জন নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক গঠিত তদন্ত কমিটি।

সোমবার দুপুরে মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরার নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় তদন্ত কমিটির বাকি সদস্য মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, বুয়েটের সহকারী অধ্যাপক শাহনেওয়াজ হাসানাত-ই-রাব্বি, মাদারীপুরের বিআরটিএর সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়াও বুয়েটের একটি প্রতিনিধি দল কার্যক্রম শুরু করেছে।

কমিটি প্রত্যক্ষদর্শী ও স্থানীয় দোকানদারসহ অনেকের সঙ্গে কথা বলেন। এছাড়াও কমিটি দুর্ঘটনা কবলিত বাস, হাসপাতালসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। দুই কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।

তদন্ত কমিটির প্রধান পল্লব কুমার হাজরা বলেন, তদন্ত কমিটি কার্যক্রম শুরু করেছে। দুর্ঘটনার কারন অনুসন্ধান করার চেষ্টা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে আমরা আমাদের প্রতিবেদন জমা দেব।

উল্লেখ্য, রবিবার ভোর রাতে খুলনা থেকে যাত্রী বোঝাই করে ইমাদ পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।  বাসটি গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে ১৫ জন যাত্রী তুলে। পদ্মা সেতুর আগে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুর সিমানা এলাকায় আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। বাসটি এক্সপ্রেস হাইওয়ের নীচের আন্ডারপাসের গাইড ওয়ালের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও ৫ জন।

এ দুর্ঘটনায় আহত অন্তত ২০ জন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাঁচ্চর রয়েল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।  

(ঢাকাটাইমস/২০মার্চ/এআর)