বিসিএসআইআর-এ অনুষ্ঠিত হলো অংশীজন কর্মশালা

প্রকাশ | ২০ মার্চ ২০২৩, ১৯:৪২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) অনুষ্ঠিত হল “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, জনকল্যাণমূক গবেষণায় বিটিআরআই-এর ভূমিকা শীর্ষক” অংশীজন কর্মশালা-২০২৩।

সোমবার আইএফএসটি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকের হোছাইন, সদস্য (উন্নয়ন); মো. দেলোয়ার হোসেন, সদস্য (প্রশাসন), ড. সারোয়ার জাহান, সদস্য (জ্ঞিান ও প্রযুক্তি) এবং শাহ্ আবদুল তারিক, সদস্য (অর্থ) ও সচিব ।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, বিসিএসআইআরের বিটিআরআই টেকলোজিকাল গবেষণার মাধ্যমে দেশের অন্যতম প্রধান গবেষণাগার হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেছে। শুধু কথা না বলে নিরলস কাজ করার অভিপ্রায় ব্যক্ত করে চেয়ারম্যান সকল বিজ্ঞানী ও গবেষকদের যুগোপযোগী ও জনকল্যাণকর গবেষণা করার আহবান জানান।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিটিআরআই’র পরিচালক ড. আশিষ কুমার। তিনি উল্লেখ করেন যে, তার গবেষণাগারের বিজ্ঞানীরা স্মার্ট বাংলাদেশ তৈরিতে নিরলসভাবে গবেষণা চালিয়ে যাচ্ছে। কর্মশালায় ২০টি শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষকসহ অর্ধশতাধিক অংশীজন অংশগ্রহণ করেন। এদের মাঝে বিশেষভাবে উল্লেখযোগ্য সিটি গ্রুপ, নেসলে বাংলাদেশ, ইসলামিক ফাউন্ডেশন এবং ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন গবেষণাগারের পরিচালক এবং সিনিয়র বিজ্ঞানীরা।

(ঢাকাটাইমস/২০মার্চ/এমএইচ)