চীন, রাশিয়া বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী, নির্ভরযোগ্য অংশীদার: শি জিনপিং

প্রকাশ | ২১ মার্চ ২০২৩, ১৪:১৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

বেইজিং এবং মস্কো বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং নির্ভরযোগ্য অংশীদার। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার রাষ্ট্রীয় সফরে রাশিয়ার রাজধানীতে আসার পর এ কথা বলেছেন। খবর তাসের।

চীনের নেতা বলেন, ‘আমাদের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী রাশিয়ার মাটিতে আবার পা রাখা এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে রুশ ফেডারেশনে রাষ্ট্রীয় সফরে যাওয়া আমার জন্য খুবই আনন্দের।’

শি জোর দিয়ে বলেন, ‘চীনা সরকার এবং জনগণের পক্ষ থেকে আমি রুশ সরকার এবং জনগণকে উষ্ণ অভিনন্দন এবং শুভকামনা জানাতে চাই। চীন ও রাশিয়া বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং ভাগ করা পাহাড় এবং নদী দ্বারা সংযুক্ত নির্ভরযোগ্য অংশীদার।’

তিনি আরও বলেন, ‘দশ বছর আগে, আমি চীনের রাষ্ট্রপতি হিসেবে রাশিয়ায় আমার প্রথম রাষ্ট্রীয় সফর দিয়েছিলাম এবং রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে একসাথে চীন-রাশিয়া সম্পর্কের সর্বাত্মক উন্নয়নে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছিলাম।’

এক দশকের দেশ দুটির বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে শি বলেন, ‘গত এক দশকে, আমাদের দুই দেশ নো-জোট, নো-সংঘাতের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে সুসংহত ও বৃদ্ধি করেছে এবং কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্যবস্তু করেনি। প্রধান দেশের সম্পর্কের নতুন মডেল গড়ে তোলার জন্য পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং জয়-জিতের সহযোগিতার এক চমৎকার উদাহরণ স্থাপন করেছে।’

দুই দেশ রাজনৈতিক পারস্পরিক বিশ্বাসকে আরও গভীর করেছে, বাস্তব সহযোগিতা সম্প্রসারিত করেছে এবং তারা বিশ্বব্যাপী ঘনিষ্ঠ ও দক্ষ সহযোগিতা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেন শি।

চীন ও রাশিয়া তাদের জনগণের মধ্যে ‘দীর্ঘদিনের বন্ধুত্ব’ গড়ে তুলেছে। চীন-রাশিয়া সম্পর্কের বৃদ্ধি শুধু আমাদের দুই দেশের জনগণের জন্য বাস্তব সুবিধাই এনেছে না, বরং বিশ্বের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, শি যোগ করেছেন।

(ঢাকাটাইমস/২১মার্চ/এসএটি)