উন্নয়ন প্রকল্পে প্রগতির গাড়ি ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ | ২১ মার্চ ২০২৩, ১৮:১৫ | আপডেট: ২১ মার্চ ২০২৩, ২১:৪৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

অভ্যন্তরীণ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিদেশি গাড়ির পরিবর্তে দেশে তৈরি প্রগতি ব্র্যান্ডের গাড়ি ব্যবহারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দেশের উন্নয়নে বিদেশি গাড়ির পরিবর্তে এখন থেকে দেশি গাড়ি ব্যবহার করতে হবে।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দিয়েছেন বলে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগর এনইসি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এদিন একনেক সভায় ১ হাজার ৭৩০ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।  

সভায় একনেক চেয়ারপারসন শেখ হাসিনার নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, অনেক ভবন নির্মাণ হয়েছে। অথচ সেই ভবনগুলো পড়ে আছে। ভবনগুলো কাজে লাগাতে হবে। এছাড়া দক্ষ জনবল নিয়োগ দিয়ে যন্ত্রপাতির সঠিক ব্যবহার করতে হবে। যন্ত্রপাতি এবং নির্মিত ভবন খালি ফেলে রাখা যাবে না।

কৃষি পণ্য উৎপাদন, সংরক্ষণ ও রপ্তানিতে জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, কোথাও যেন কৃষি জমি পতিত ফেলে রাখা না হয়। উপকূলীয় অঞ্চলে বন্যা বা ভারি বৃষ্টিতে চিংড়ি ঘেরগুলো ভরাট হয়ে যায়। তাই ঘের সংরক্ষণে উদ্যোগ নিতে হবে। ভরাট হওয়ার পরে ঘেরগুলো খননের মাধ্যমে চিংড়ি চাষের উপযোগী করতে হবে।

(ঢাকাটাইমস/২১মার্চ/এসএম)