প্রধান তথ্য কমিশনার হলেন আবদুল মালেক

প্রকাশ | ২১ মার্চ ২০২৩, ১৮:৪৬ | আপডেট: ২১ মার্চ ২০২৩, ১৯:০৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব আবদুল মালেক। ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন।

মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান তথ্য কমিশনারের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য সুবিধা সরকার কর্তৃক নির্ধারিত হবে।

এর আগে ২০২০ সালের ৩০ জানুয়ারি আবদুল মালেক তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পান। বর্তমানে প্রধান তথ্য কমিশনার হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন সুরাইয়া বেগম। 

বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা আবদুল মালেক ১৯৮৬ সালের জানুয়ারিতে কর্মজীবন শুরু করেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার সাবুপুরা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে বিএসএস (অনার্স) সহ এমএসএস ডিগ্রী অর্জন করেন। কর্মকালীন তিনি এলএলবি এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

চাকরি জীবনে তিনি মাঠ প্রশাসন ও নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ময়মনসিংহের ধোবাউড়া ও রংপুর সদর এবং ঢাকা মহানগরীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। মাগুরা দুর্নীতি দমন ব্যুরোর উপ-পরিচালক ও জেলা পরিষদ সচিব পদেও প্রেষণে দায়িত্ব পালন করেছেন।

উপসচিব হিসেবে শ্রম মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ে এবং পরবর্তীতে কুমিল্লার জেলা প্রশাসক ছিলেন। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব পদেও কর্মরত থেকেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ পদে দায়িত্ব পালন করেছেন আবদুল মালেক। তিনি স্থানীয় সরকার বিভাগের সচিব এবং তথ্য সচিব পদে কর্মরত থেকে ২০১৯ সালের ৩০ ডিসেম্বর অবসরে যান। 

(ঢাকাটাইমস/২১মার্চ/এসএস/এসএম)