ই-ক্যাব ইয়ুথ ফোরামর অনলাইন ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রকাশ | ২১ মার্চ ২০২৩, ২০:১৫

ঢাকাটাইমস ডেস্ক

‘হাউ টু স্টার্ট এন ই-কমার্স বিজনেস’ শীর্ষক ইয়ুথ ফোরামের ওয়ার্কশপ সম্পন্ন হয়েছে। সোমবার (২০ মার্চ) গুগল মিটের মাধ্যমে অনলাইনে ৩৭ তরুণকে নিয়ে এ ওয়ার্কশপ সম্পন্ন হয়।

ট্রেইনার হিসেবে ছিলেন ই-ক্যাব ইয়ুথ ফোরামের সভাপতি মোহাম্মাদ রাকিব হাসান। তিনি দীর্ঘদিন ধরেই নিয়মিত ই-ক্যাব আয়োজিত বিভিন্ন ট্রেনিংয়ের একজন ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

অনলাইন ওয়ার্কশপে উদ্যোক্তাদের বিজনেস নাম নির্বাচন, ডোমেইন, হোস্টিং, ব্যান্ডউইথের মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেয়া হয়। এছাড়া বিজনেসের জন্য ওয়েবসাইট, প্রফেশনাল ফেসবুক পেজ সেটআপ, কাস্টমার বিহেভিয়ার, কাস্টমার হ্যান্ডলিং, কাস্টমার সাপোর্ট নিয়ে আলোচনা করা হয়।

নতুন উদ্যোক্তাদের প্রোডাক্ট সোর্সিং, প্রমোশন ও লজিস্টিকস সাপোর্ট, ডেলিভারি প্রসেস, রিটার্ন ও রিফান্ড পলিসি এবং পেমেন্ট গেটওয়ের মতো বিষয়গুলো নিয়ে যেন ভোগান্তি পোহাতে না হয়, তাই এই বিষয়গুলোতে তাদের স্পষ্ট ধারণা দেয়া হয়।

(ঢাকাটাইমস/২১মার্চ/এসএ)