বান্দরবানের থানচিতে আগুনে পুড়ল অর্ধশতাধিক দোকান

প্রকাশ | ২২ মার্চ ২০২৩, ১০:১০

বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস

বান্দরবানের থানচি উপজেলায় আগুনে পুড়েছে প্রায় অর্ধশতেরও বেশি দোকান ও কাচা মালের আড়ত। বুধবার (২২ মার্চ) ভোর ৬টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

বুধবার বুধবার ভোর ৬টার দিকে উপজেলার বলিবাজারের নীলগিরিতে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার ভোর ৬টার দিকে বলিবাজারের নীলগিরি রেস্টুরেন্টের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় দমকল বাহিনী, পুলিশ ও বিজিবি প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর মধ্যে অর্ধশতেরও বেশি দোকান ও কাচামালের আড়ত পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। 

এ বিষয়ে থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মার্মা জানান, এই অগ্নিকান্ডের ঘটনায় হলুদের দোকান, আধার দোকান, মুদির দোকান, বাদামের দোকানসহ প্রায় অর্ধশতের বেশি দোকান পুড়ে যায়। 

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর বলেন, বলি বাজারে অগ্নিকান্ডে ৫০টিরও বেশি দোকান পুড়ে যায়। তবে এ ঘটনায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখন বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

(ঢাকাটাইমস/২২মার্চ/এআর)