ইতালিতে জনতা এক্সচেঞ্জ কোম্পানি এসআরএলের গ্রাহক সমাবেশ

প্রকাশ | ২২ মার্চ ২০২৩, ১৮:৪৬

ঢাকাটাইমস ডেস্ক

জনতা ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান জনতা এক্সচেঞ্জ এসআরএল গত মঙ্গলবার ইতালির রোমে গ্রাহক ও সুধী সমাবেশ করেছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শামীম আহসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছালাম আজাদ।

জনতা এক্সচেঞ্জ কোম্পানি এসআরএল ইনচার্জ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর আল আমিন এবং ব্যাংকের ওবিডির ডিজিএম মাহবুবুর রহমান সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে কমিউনিটির ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও সাধারণ বাংলাদেশি প্রবাসীরা বক্তব্য রাখেন। 

জনতা ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছালাম আজাদ বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ গতিশীল করার লক্ষ্যে প্রবাসী রেমিট্যারদের প্রতি আহ্বান জানান।

এর আগে গত সোমবার জনতা এক্সচেঞ্জ কোম্পানি এসআরএল মিলান শাখায় গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

(ঢাকাটাইমস/২২মার্চ/এলএ)