মালিবাগ রেলগেটে ট্রেন-বাস সংঘর্ষ, সড়কে ব্যাপক যানজট

প্রকাশ | ২২ মার্চ ২০২৩, ২১:৪৮ | আপডেট: ২২ মার্চ ২০২৩, ২২:১৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর মালিবাগ রেলগেটে সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাসে যাত্রী না থাকায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় দমকল বাহিনীর দুইটি ইউনিট কাজ করছে। বুধবার রাত ৯টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

এদিকে সড়কের এই পরিস্থিতিতে আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই পথে চলাচলকারীরা। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক। তিনি বলেন, মালিবাগ রেলগেটে সোহাগ পরিবহনের বাস-ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে। তবে বাসটিতে কোনো যাত্রী না থাকায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

ফারুক জানান, এ ঘটনায় ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। উদ্ধার তৎপরতা চলছে। 

(ঢাকাটাইমস/২২মার্চ/এসএস/কেএম)