টঙ্গীতে মেয়র প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ | ২৩ মার্চ ২০২৩, ১৪:১৫ | আপডেট: ২৩ মার্চ ২০২৩, ১৪:২৫

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

গাজীপুরের টঙ্গীতে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী মেজবাহ উদ্দিন সরকার রুবেলের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে টঙ্গীবাজার আনারকলি রোডে একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী মেজবাহ উদ্দিন সরকার রুবেল বলেন, আগামী সিটি নির্বাচনে মেয়রপদে বিজয়ী হলে গাজীপুর সিটিকে স্মার্ট সিটিতে রূপান্তরিত করা হবে।

তিনি বলেন, মেয়রপদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলে এবং জয়লাভ করলে পুরো নগরকে সুপরিকল্পিতভাবে ঢেলে সাজানো হবে। প্রত্যেকটি সেক্টরে অনলাইন সিস্টেম সচল করা, পুরো সিটিতে রাস্তা যানজট মুক্ত, প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ানওয়ে রোড সিস্টেম চালু করা, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নগরীর মশা নিধন, ড্রেনেজ ব্যবস্থা সচল করা এবং নতুন নতুন পয়েন্টে ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা হবে ও গাজীপুর সিটিকে স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার জন্য যা যা করণীয় তাই বাস্তবায়ন করা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের  দলীয় মেয়র পদপ্রার্থী হিসেবে একজন মনোনয়ন প্রত্যাশী। আমি সরকারদলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশ গ্রহণ করব।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এসএ)