চার বিভাগে বৃষ্টির আভাস

প্রকাশ | ২৩ মার্চ ২০২৩, ১৫:০২ | আপডেট: ২৩ মার্চ ২০২৩, ১৫:০৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

দেশের চার বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিভাগগুলো হলো-খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট।

বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এসব অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে।

অপরদিকে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পেতে পারে।

বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় শ্রীমঙ্গল, সীতাকুন্ড, বান্দরবান, পটুয়াখালী, রাজারহাটসহ দেশের কিছু কিছু জায়গায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।

আজ সর্বোচ্চ তাপমাত্রা কুমারখালীতে ৩৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। 

(ঢাকাটাইমস/২৩মার্চ/এসএম)