২৬ রানে ৪ উইকেট নেই আয়ারল্যান্ডের

প্রকাশ | ২৩ মার্চ ২০২৩, ১৫:১৫

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

সিলেটে অনুষ্ঠিত সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারল না সফররত আয়ারল্যান্ড। হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের বোলিং তোপে শুরুতেই চার উইকেট হারাল আইরিশরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেটে আয়ারল্যান্ডের সংগ্রহ ২৬ রান।

এখন ৪ রানে লরকান টাকার ও শূন্যরানে কুর্তিস ক্যাম্ফের অপরাজিত রয়েছেন।

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইরিশ দলনেতা অ্যান্ডি বালবির্নি। কিন্তু ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। হাসান মাহমুদের বোলিং তোপে শুরুতেই তিন উইকেট হারায় আয়ারল্যান্ড। ৮ রানে স্টেফেন দোহেনি, ৭ রানে পল স্টার্লিও ও শূন্যরানে হ্যারি টেক্টর সাজঘরে ফেরেন।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী ও নাসুম আহমেদ।

আয়ারল্যান্ড একাদশ

অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, ম্যাথু হামফ্রেজ, জর্জ ডকরেল, স্টিভেন ডোহেনি, গ্রাহাম হুম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর ও লরকান টাকার।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এমএম)