এবার তাসকিনের জোড়া উইকেট, ধুঁকছে আয়ারল্যান্ড
প্রকাশ | ২৩ মার্চ ২০২৩, ১৬:২৫ | আপডেট: ২৩ মার্চ ২০২৩, ১৬:২৯

সিলেটে অনুষ্ঠিত সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে টাইগার পেসারদের দাঁড়াতেই পারছেন না আয়ারল্যান্ড। হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ের পর এক ওভারে দুই উইকেট নেন ইবাদত হোসেন। এবার জোড়া উইকেট নিলেন তাসকিন। তাতেই ধুকছে আইরিশরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ উইকেটে আয়ারল্যান্ডের সংগ্রহ ৮৬ রান।
এখন ২৭ রানে কুর্তিস ক্যাম্ফের ও ১ রানে গ্রাহাম হুম অপরাজিত রয়েছেন।
ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইরিশ দলনেতা অ্যান্ডি বালবির্নি। কিন্তু ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। হাসান মাহমুদের বোলিং তোপে শুরুতেই তিন উইকেট হারায় আয়ারল্যান্ড। ৮ রানে স্টেফেন দোহেনি, ৭ রানে পল স্টার্লিও ও শূন্যরানে হ্যারি টেক্টর সাজঘরে ফেরেন।
মাত্র ২৬ রানে ৪ উইকেটে হারানো দলের হাল ধরেন কুর্তিস ক্যাম্ফের ও লরকান টাকার। পঞ্চম উইকেট জুটিতে দুজনে তুলে ৪২ রান। এরপর ইবাদত হোসেনের করা বলে ব্যক্তিগত ২৮ রানে আউট হন টাকার। পরেই বলেই বোল্ড আউট হন জর্জ ডকরেল। দুই ওভার পর জোড়া উইকেট নেন তাসকিনও। ম্যাকব্রিন ১ ও মার্ক আদায়ের শূন্য রানেই সাজঘরে ফেরেন।
(ঢাকাটাইমস/২৩মার্চ/এমএম)