উত্তরা-পূর্ব থানার ওসি ও ১২ পরিদর্শককে বদলি

প্রকাশ | ২৩ মার্চ ২০২৩, ১৬:২৬ | আপডেট: ২৩ মার্চ ২০২৩, ১৬:৫৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা-পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলামকে বদলি করে ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন উত্তরখান থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন।

এদিকে ডিএমপির পরিদর্শক পদমর্যাদার আরও ১২ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে এ রদবদল করা হয়।

বদলি পরিদর্শকদের মধ্যে- সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) স্নেহাশীষ রায়কে ডিবি ওয়ারী বিভাগে, ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) মো. রবিউল ইসলামকে সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত), সিআরও বিভাগে সংযুক্ত সিকদার মহিতুল আলমকে ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (তদন্ত), রমনা থানার পরিদর্শক (অপারেশন) ফজলুর রহমানকে কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত), ডিবি ওয়ারী বিভাগের পরিদর্শক মো. রাসেলকে ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন), পল্লবী থানার পরিদর্শক উদয় কুমার মন্ডলকে উত্তরখান থানার পরিদর্শক (তদন্ত), শাহআলী থানার রাকিবুল হককে উত্তরা-পূর্ব থানার পরিদর্শক (তদন্ত), ডিবি তেজগাঁও বিভাগের আমিনুল ইসলামকে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত), সিটি সাইবার ইনভেস্টিগেশন বিভাগের পরিদর্শক মো. আসাদুজ্জামানকে শাহআলী থানার পরিদর্শক (অপারেশন), লাইনওআর বিভাগের পরিদর্শক মো. হামিদুর রহমানকে পিওএম উত্তর বিভাগে, লাইনওআর বিভাগের পরিদর্শক মো. রফিকুল ইসলামকে পিওএম দক্ষিণ বিভাগে এবং লজিস্টিকস বিভাগের পরিদর্শক মো. সাব্বির আহম্মেদকে সুপ্রিমকোর্ট অ্যান্ড স্পেশাল কোর্টের সিকিউরিটি বিভাগে পদায়ন করা হয়েছে।

ঢাকাটাইমস/২৩মার্চ/এসএস/ইএস