জামালপুরে কৃষক লীগ নেতা বহিষ্কার

প্রকাশ | ২৩ মার্চ ২০২৩, ১৯:১৫

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

জামালপুরের মেলান্দহ উপজেলা কৃষক লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. সবুজকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মেলান্দহ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. ছামিউল ইসলামের স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকতার নামে বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে মানুষকে বিব্রত ও হুমকি প্রদান করে অর্থ আত্মসাতসহ নানান অভিযোগ এবং থানায় সবুজের বিরুদ্ধে একাধিক জিডি ( সাধারণ ডায়েরি) রয়েছে। তার এমন কাণ্ডে কৃষক লীগের ভাবমুর্তি ক্ষুণ্ন হয়েছে এবং আইন-শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত কৃষক লীগের নেতা মো. সবুজ বলেন, আমি এখনো বহিষ্কারের কোন চিঠি বা খবর পাইনি। আমি আপনার কাছ থেকে শুনলাম।

মেলান্দহ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম বলেন, সবুজের বিরুদ্ধে একাধিক জিডি রয়েছে থানায়। কৃষক লীগের ভাবমুর্তি ক্ষুণ্ন করায় এবং আইন-শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এলএ)