দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে
প্রকাশ | ২৪ মার্চ ২০২৩, ১৪:৫০

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এসময়ের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। এছাড়া আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুস্ক থাকতে পারে।
এতে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সিলেট বিভাগের দুএক জায়গায় মাঝারি বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৩ দশমিক ৫ ডিগ্র সেলসিয়াস এবং শ্রীমঙ্গলে সর্বনিম্ন ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
(ঢাকাটাইমস/২৪মার্চ/এসএম)