সিরিয়ার সঙ্গে কনস্যুলার পরিষেবা ফের চালুর বিষয়ে আলোচনায় সৌদি আরব

প্রকাশ | ২৪ মার্চ ২০২৩, ১৫:১২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

সৌদি আরব ও সিরিয়া কনস্যুলার পরিষেবা ফের চালু করার বিষয়ে আলোচনা করছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সৌদি আরব সম্পর্ক ছিন্ন করার এক দশকেরও বেশি সময় পর তারা এ নিয়ে আলোচনা করে যাচ্ছে। বৃহস্পতিবার সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রাষ্ট্র-অধিভুক্ত চ্যানেল আল-এখবারিয়া পরিবেশিত খবরে বলা হয়, ‘কনস্যুলার পরিষেবা ফের চালু করার বিষয়ে সৌদি আরব ও সিরিয়ার কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।’

এমন পদক্ষেপের জন্য প্রতিবেদনে সময়সীমার কথা উল্লেখ করা হয়নি। আর এটি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলার ক্ষেত্রে সৌদি আরবের সর্বশেষ পদক্ষেপ হিসেবে চিহ্নিত করবে।

রিয়াদ কয়েক সপ্তাহ ধরে সিরিয়ার সাথে সম্পর্ক স্থাপনের ইঙ্গিত দিয়ে আসছে।

এদিকে এই মাসের গোড়ার দিকে সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ফের চালু করতে চীনের মধ্যস্থতায় একটি চুক্তির কথা বলা হয়। দেশ দুটির মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়ার সাত বছর পর এমন পদক্ষেপ গ্রহণ করা হয়।

(ঢাকাটাইমস/২৪মার্চ/এসএটি)