তামিমের সেঞ্চুরিতে মোহামেডানকে হারাল প্রাইম ব্যাংক

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৪ মার্চ ২০২৩, ১৮:৫০

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার পর ডিপিএলে খেলতে নেমেই বাজিমাত করলেন টাইগার দলনেতা তামিম ইকবাল। মোহামেডানের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির তুলে নিয়ে প্রাইম ব্যাংককে ৭ উইকেটের জয় এনে দেন তিনি। শুরুতে ব্যাট করতে নেমে ১৯৯ রানে থামে মোহামেডানের ইনিংস। জবাবে ৭ উইকেট ও ৪৭ বল হাতে রেখে জয় পায় প্রাইম ব্যাংক।

ম্যাচের শুরুতে টস জিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ব্যাট করার আমন্ত্রণ জানান প্রাইম ব্যাংকের দলনেতা মোহাম্মদ মিঠুন। ব্যাট করতে নেমে ভালো সূচনা পায় মোহামেডান। ২২ বলে ২২ রান করে আউট হন ওপেনার ইমরুল কায়েস। পরের উইকেটে নেমে ১৫ বলে ১৭ রান করেন সৌম্য। আর ওপেনার মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৪১ রান।

এরপর সময়ের ব্যবধানে পড়তে থাকে একের পর এক উইকেট। ফলে দলীয় স্কোর বড় করতে পারেননি মোহামেডান স্পোর্টিং ক্লাব। অনুস্তাপ মজুমদার ২৫, মাহমুদউল্লাহ রিয়াদ ১৮, আরিফুল হক ২২, শুভাগত হোম ২৬, এনামুল হক ৯, কামরুল ইসলাম ১ ও রুবেল মিয়া ১ রান করেন।

প্রাইম ব্যাংকের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট পেয়েছেন নাসির হোসেন। দুটি করে উইকেট নেন দুই পেসার রুবেল হোসেন ও রেজাউর রহমান রাজা। এছাড়া একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

রান তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা পায় প্রাইম ব্যাংক। ওপেনিং জুটিতে আসে ৭২ রান। ৩৬ বলে ৩১ রান করে আউট হন ওপেনার ও দলনেতা মোহাম্মদ মিঠুন। পরের উইকেটে নেমে মাত্র ১ রান করেন নাসির হোসেন। ইয়াসির রাব্বির ব্যাট থেকেও আসে ১ রান। পরে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন তামিম ইকবাল। সেঞ্চুরি পূরণের পর ১০৯ রানে অপরাজিত থাকেন তামিম। আর মুশি অপরাজিত থাকেন ৩৯ রানে।

(ঢাকাটাইমস/২৪মার্চ/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের শিরোপা উৎসব

পাকিস্তানি ব্যাটারদের স্ট্রাইকরেটে গুরুত্ব দিতে বললেন শহিদ আফ্রিদি

আজ রাতে হাইভোল্টেজ মিলান ডার্বি, জিতলেই শিরোপা নিশ্চিত ইন্টারের

সবাইকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন অধিনায়ক বাবর আজম

আগামী ২ বছরের জন্য বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ

এই বিভাগের সব খবর

শিরোনাম :