খালেদা জিয়া ও রিজভীর মুক্তির দাবিতে নয়াপল্টনে মশাল মিছিল
প্রকাশ | ২৪ মার্চ ২০২৩, ২৩:০৯

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে ‘রিজভী মুক্তি সংগ্রাম পরিষদ’। শুক্রবার (২৪ মার্চ) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ মশাল মিছিল হয়।
রিজভী মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক সঞ্জয় দে রিপন এবং সদস্য সচিব মো. শিপন খানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক জাহিদ হাসান চৌধুরী পাহিন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শামিম রাব্বি সঞ্চয়, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা রবিন হোসেন, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদুল ইসলাম অমি, জাসাসের সাবেক কেন্দ্রীয় সদস্য নাসিম পাপ্পু, জাসাসের কেন্দ্রীয় নেতা চিত্রশিল্পী রাকিবুল হাসান, রোকেয়া হক রুকু, যাত্রাবাড়ী থানা বিএনপির নেতা মিজানুর রহমান তপন, মাহবুবুল আলম তালুকদার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক কাউসার আলম, সাবেক ছাত্রনেতা সম্রাট আহমেদ, ননী গোপাল রায়, মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতা নজরুল ইসলাম, গোপাল সরকার প্রদীপ, ঝলক সরকার, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা লেলিন খান প্রমুখ।
গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রুহুল কবির রিজভীসহ তিন শতাধিক নেতাকর্মীকে আটক করে পুলিশ।
(ঢাকাটাইমস/২৪মার্চ/জেবি/কেএম)