জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশ | ২৬ মার্চ ২০২৩, ০৮:১৫ | আপডেট: ২৬ মার্চ ২০২৩, ০৯:৩৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মহান স্বাধীনতার ৫৩তম বার্ষিকীতে রবিবার ভোর ৫টা ৫৬ মিনিটে জাতীয় ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান।

স্মৃতিসৌধে উপস্থিত হয়ে প্রথমে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। এরপরই  প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানান। 

ফুল দেয়ার পর রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান সেখানে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। 

পরে দলীয় প্রধান হিসেবে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সই করেন রাষ্ট্রপতি। জাতীয় সংসদের স্পিকার, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকরা এ সময় স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন। 
রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের শ্রদ্ধা জানানোর পর স্মৃতিসৌধ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এফএ)