একটি প্রজন্ম স্বাধীনতা কীভাবে হয়েছিল সেটা ভুলতে বসেছিল: আইজিপি

প্রকাশ | ২৬ মার্চ ২০২৩, ১১:২৭ | আপডেট: ২৬ মার্চ ২০২৩, ১১:৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর দেশের চাকা যেন স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়েছে। এর আগে একটি প্রজন্ম স্বাধীনতা কীভাবে হয়েছিল সেটা ভুলতে বসেছিল।’

রবিবার সকালে রাজধানীর রমনায় পুলিশ অফিসার্স মেসে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মুজিব কর্নার স্থাপনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে আইজিপি বলেন, ‘একটা প্রজন্ম বঙ্গবন্ধু কে ছিলেন সেটা ভুলতে বসেছিল। সেই অবস্থা থেকে আমাদের দেশকে এবং জাতিকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানানোর জন্য আমরা বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা শুরু করেছি। আজকে আমাদের পুলিশ অফিসার্স মেসে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে।’

তিনি বলেন, ‘আগামী প্রজন্মের শিশুরা বঙ্গবন্ধু কর্নার পরিদর্শনের মাধ্যমে কী চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সেই সম্পর্কে তাদের জানার আগ্রহ সৃষ্টি হবে।’ 

এর আগে রাজারবাগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এসএস/এফএ)