বঙ্গবন্ধু আধুনিক সোনার বাংলা গড়ার ভিত্তি রচনা করে গিয়েছিলেন: পলক

প্রকাশ | ২৬ মার্চ ২০২৩, ১২:৫১

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বঙ্গবন্ধু আধুনিক সোনার বাংলা গড়ার ভিত্তি রচনা করে গিয়েছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্রতা মুক্ত একটি সোনার বাংলায় পরিণত করা। আজ বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সিংড়ার মাটিতে ৩৭ বছরে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়নি। আমাদের তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। করোনায় কর্মহীন পরিবারের মাঝে খাবার পৌঁছে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। দেশের ১৭ কোটি মানুষের আহারের ব্যবস্থা করেছেন, চিকিৎসা এবং শিক্ষার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী।’

রবিবার সকালে নাটোরের সিংড়া কোর্ট মাঠে মহান স্বাধীনতা দিবসে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন।

এর আগে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন- নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, সহকারী পুলিশ সুপার সিংড়া সার্কেল আকতারুজ্জামান, উপজেলা আ’লীগের সভাপতি ওহিদুর রহমান শেখসহ প্রমুখ।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এসএ)