স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের সমাধিস্থলে ছাত্রদলের শ্রদ্ধা

প্রকাশ | ২৬ মার্চ ২০২৩, ১৪:২৭ | আপডেট: ২৬ মার্চ ২০২৩, ১৪:৩৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ছাত্রদল। রবিবার (২৬ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে সঙ্গে নিয়ে মাজারে যান ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ কয়েক শতাধিক নেতাকর্মী।

এসময় শ্রাবণ বলেন, ‘দেশের স্বাধীনতা আজ ভূলন্ঠিত। ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বাক স্বাধীনতা নেই। বিরোধীদলের নেতা কর্মীদের ওপর অমানবিক নির্যাতন করছে সরকার। শীঘ্রই স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হবে।’

সাধারণ সম্পাদক জুয়েল বলেন, ‘আন্দোলনের মধ্যে দিয়েই এই অবৈধ সরকারের পতন ঘটানো হবে। প্রতিশোধের নেশায় রাজপথে নেমে আসতে হবে সবাইকে। হত্যা, গুম, খুন আর নির্যাতনের বিরুদ্ধে একটি সুস্থ স্বাভাবিক বাংলাদেশ বিনির্মানে ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীকে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। বিজয় আমাদের সুনিশ্চিত।’

(ঢাকাটাইমস/২৬মার্চ/জেবি/ডিএম)