স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

প্রকাশ | ২৬ মার্চ ২০২৩, ১৫:০৮

ঢাকাটাইমস ডেস্ক

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীরশহিদের স্মরণে নির্মিত সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. জামিনুর রহমান ও কর্মকর্তারা।

বরিবার (২৬ মার্চ) পুষ্পস্তবক অর্পনকালে তারা দেশের সূর্যসন্তানদের আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হাসান, মহাব্যবস্থাপক দীপংকর রায়, সিনিয়র কনসালটেন্ট নজির আহমদ, পরামর্শ অসিত রঞ্জন পাল-সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এসএ)