চাঁপাইনবাবগঞ্জে জুতা পায়ে বঙ্গবন্ধু ম্যুরালে ইউএনওসহ আ.লীগ নেতাদের শ্রদ্ধা

প্রকাশ | ২৬ মার্চ ২০২৩, ২০:৪৩ | আপডেট: ২৬ মার্চ ২০২৩, ২০:৪৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

গণহত্যা দিবস উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে জুতা পায়ে বেদিতে উঠে পড়লেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা প্রশাসনের কর্মকর্তা নাচোল উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী।

শনিবার রাতে গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করে বঙ্গবন্ধু ম্যুরালের বেদিতে। 

এসময় জুতা-স্যান্ডেল পরেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাইমেনা শারমীন, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নিসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাও হাতে মোমবাতি নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালের বেদিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।  

জুতা স্যান্ডেল পরা বঙ্গবন্ধুর ম্যুরালের বেদিতে দাঁড়িয়ে থাকা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ মোবাইলে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে সমালোচনার ঝড় শুরু হয়। অনেকে বিষয়টিকে বঙ্গবন্ধুকে অবমাননা করার অভিযোগ তুলেন।

এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ও এমপি আব্দুল ওদুদ বলেন, বঙ্গবন্ধুর ম্যুরালের বেদি অত্যন্ত পবিত্র জায়গা। কেউ জুতা পায়ে দিয়ে উঠতে পারে না। এমনটি যদি হয়ে থাকে- তাহলে এটি ঠিক হয়নি। এজন্য সকলকে আরো সতর্ক থাকতে হবে। 

নাচোল পৌর মেয়র আব্দুর রশিদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। 

তবে এ বিষয়ে নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাইমেনা শারমীন বলেন, মূল বেদি থেকে আমরা অনেক দূরে ছিলাম, মূল বেদিতে জুতা পায়ে দিয়ে ওঠার প্রশ্নই ওঠে না। এটা বেদির বাইরে দাঁড়িয়ে থাকার ছবি।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এলএ)