টঙ্গীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ | ২৭ মার্চ ২০২৩, ০০:৪৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার রাতে টঙ্গী পশ্চিম থানার সেনা কল্যাণ ভবনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- জুয়েল, ইয়াসিন ও আনোয়ার।

টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম জানান, মাদক বিক্রির সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এসএস/এলএ)