তদন্তের নামে নারীকে যৌন হয়রানির অভিযোগ মোংলার ওসির বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৪:২২ | প্রকাশিত : ২৭ মার্চ ২০২৩, ১৪:১৬

অভিযোগের তদন্তে এসে বাদীপক্ষের এক নারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে বাগেরহাটের মোংলা থানার ওসি মনিরুল ইসলামের বিরুদ্ধে।

সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী নারী।

সংবাদ সম্মেলনে ওসির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ভুক্তভোগী নারী বলেন, ‘আমার শ্বশুর মো. ইউছুফ হাওলাদার বাদী হয়ে প্রতিবেশী কামাল হোসেনের বিরুদ্ধে বাগেরহাট ২য় যুগ্ম জেলা জজ আদালতে দলিল বাতিলের একটি মামলা করেন। বিবাদী কামালের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে ওসি মনিরুল আমাদের বাড়িঘর ভাঙচুরের সুযোগ করে দেন বিবাদী পক্ষকে। এমনকি বাড়ি দখলের চেষ্টাসহ নানাভাবে হয়রানি করা হচ্ছে ওসির মদদে।’ ভুক্তভোগী আরও বলেন, ‘গতবছর ১১ ডিসেম্বর সকালে তদন্তের নামে ওসি মনিরুল আমাদের বাসায় এসে একাই গেটের ভিতরে ঢুকে বলেন, তোমার বয়স এতো কম। এক পর্যায়ে আমাকে যৌন হয়রানি করেন। তিনি হোয়াটস অ্যাপ নম্বর চান এবং থানার তিন তলায় তার রুমে একা দেখা করতে বলেন। দেখা করলে সব সমস্যার সমাধান করে দেওয়ার আশ্বাস দেন। এসব কথাবার্তার এক পর্যায়ে অন্যান্য পুলিশ ও লোকজন এসে পড়লে তিনি আচরণ পরিবর্তন করে ফেলেন।’

‘ওসির কথামতো একা দেখা না করায় বাসায় পুলিশ পাঠিয়ে প্রায়ই হয়রানি করছেন’-এমন অভিযোগ করে ওই নারী বলেন, ‘এমন মানসিক যন্ত্রণা দিতে শুরু করেন যে, আমার স্বামী ব্রেন স্ট্রোক করেন। বর্তমানেও ওসির ক্ষমতার প্রভাবে বিবাদীরা আমাদের বসতবাড়িটি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ওই নারী।

সংবাদ সম্মেলনে ওই নারীর স্বজনরাও উপস্থিত ছিলেন।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোংলা থানার ওসি মনিরুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, ‘অভিযোগকারী নারীর শ্বশুরের সঙ্গে প্রতিবেশীর জমি নিয়ে মামলা চলছে। কয়েকদিন পরপরই ওই নারীর পরিবার ৯৯৯ এ ফোন করে নানা অভিযোগ জানায়। একাধিকবার ওই ঘটনা ঘটায় আমি নিজেই সঙ্গীয় ফোর্সসহ দিনের বেলা প্রকাশ্যে ঘটনাস্থলে তদন্তে যাই। সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার জনপ্রতিনিধিরাও ছিলেন। ওই নারী মিথ্যা অভিযোগ করছেন।’

(ঢাকাটাইমস/২৭মার্চ/আরআর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

ডিজিটাল হুন্ডিতে ৪০০ কোটি টাকা পাচার, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইউটিউবে জাল টাকা তৈরি শেখা, রাজমিস্ত্রি-জেলেকে নিয়ে গড়ে তোলা হয় চক্র

দুর্নীতি মামলায় মেজর মান্নান কারাগারে

ভুয়া নিয়োগপত্রে কোটি কোটি টাকা আত্মসাৎ

শিশু বিক্রির অর্ডার নিয়ে অপহরণ করতেন তারা

দুর্নীতির অভিযোগে রুয়েটের সাবেক ভিসি ও রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা ​​​​

যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে ২২ বছর ধরে তরমুজ ও ওষুধ বিক্রেতা, অতঃপর...

বিমানবন্দরে ডলার কারসাজি, ১৯ ব্যাংকারসহ ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

ধানক্ষেতে বিদ্যুতের ফাঁদ পেতে ‘হত্যা’: তিন আসামি গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :